ই-কমার্সকে কারিকুলামে অর্ন্তভুক্ত করার আহ্বান পলকের

২৪ এপ্রিল, ২০২১ ১৪:২২  
ই-কমার্সের জ্ঞান অর্জনের জন্য প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীর কারিকুলামে ই-কমার্সকে অর্ন্তভুক্ত করার আহ্বান জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শনিবার (২৪ এপ্রিল) নারী উদ্যোক্তাদের জনপ্রিয় ফেসবুক গ্রুপ 'উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম' (উই)-এর দশম মাস্টারক্লাসে এমন আহ্বান জানান পলক। এবারের মাস্টারক্লাসের মূল বিষয় ছিলো ' বিজনেস সাস্টেনিবিলিটি, ফ্রম প্লাটিও টু পিক '। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষামন্ত্রীর কাছে ই-কমার্সকে পাঠ্যপুস্তকে অর্ন্তভুক্ত করার আহ্বান জানিয়ে পলক বলেন, সাড়ে ৪ কোটি শিক্ষার্থীর কাছে ই-কমার্সের যে বেসিক নলেজটা পাঠ্যপুস্তকে অথবা পাঠ্যপুস্তকের সহায়ক হিসেবে আমরা যদি প্রত্যেক শিক্ষার্থীর কাছে উইমেন অ্যান্ড ই-কমার্সের সহায়িকা বা কারিকুলামে অর্ন্তভুক্ত করে দিতে পারি তাহলে কিন্ত ই-কমার্স ডিজিটাল লাইফস্টাইলের যে পার্ট এইটা কিন্ত সকালের কাছে পৌঁছে দেয়া সম্ভব হবে। গত ১২ মাসে করোনাকালীন সময়ে ই-কমার্সের মাধ্যমে জরুরি নানা সেবা দেয়া সম্ভব হয়েছে যার ফলে মানুষ ঘরে বসে ই-কমার্সের সুফল পেয়েছে। ১২ মাসে গত ১২ বছরের প্রবৃদ্ধিকে ছাড়িয়ে গেছে ই-কমার্স বললেন পলক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিল্ক গ্লোবাল লিমিটেডের চেয়ারম্যান ও সিইও সৌম্য বসু এবং উই প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা।